সিলেট বিমানবন্দরে সিগারেটসহ যাত্রী আটক

|

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২১৫ কার্টন সিগারেটসহ দুবাই থেকে আগত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার কর্তৃপক্ষ। যারা আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। সোমবার দুপুর ১ টার দিকে এ সিগারেট জব্দ করা হয়। আটক ব্যক্তির বাড়ি চট্টগ্রামে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এর কমিশনার ডা. গোলাম মো. মুনীর জানান, বাংলাদেশ এয়ারলাইন্স এর অভ্যন্তরীণ ফ্লাইট নং বিজি-৬০১ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১ টায় অবতরণ করে। গোপন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী এসময় সিলেট বিমানবন্দরের কাস্টমস টিম মোহাম্মদ জামশেদ সিকদার নামক এক যাত্রীর লাগেজ স্ক্যান করে ২১৫ কার্টন (Esse Special Gold/ Esse Lights/Mond) সিগারেট জব্দ করে। আটক জামশেদ চট্টগ্রাম জেলার রাউজান চিত্তপাড়ার সুলতনাপুরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।

পরে জিজ্ঞাসাবাদে জামসেদ জানান, তিনি সিলেটের উমরপুরের নুরজামানকে সিগারেটগুলো পৌঁছে দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। এই সিগারেটগুলো আনার জন্য সরাসরি ফ্লাইটে না এসে ঢাকা থেকে অভ্যন্তরীণ ফ্লাইট যোগে তিনি সিলেট আসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply