‘প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত নিয়োগে কোটা পদ্ধতি থাকছে না ‘

|

প্রথম থেকে নবম পর্যন্ত কোন গ্রেডের ক্ষেত্রেই সরাসরি নিয়োগে কোটা পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ব্রিফিয়ে তিনি একথা বলেন।

তিনি জানান, পিএসসির মাধ্যমে সরাসরি যে কোন নিয়োগে কোটা থাকবে না। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায়, আকাশপথে পরিবহন আইন ২০১৯’র খসড়ার অনুমোদন দেয়া হয়। আইনে, আকাশপথে মৃত্যু ও আঘাতে ক্ষতিপূরণ ১ কোটি ১৭ লাখ টাকা, ফ্লাইট বিলম্ব হলে, ৫ হাজার ৭৩৪ ডলার ও ব্যাগ হারালে ১ হাজার ৩৮১ ডলার ক্ষতিপূরণে বিধান রাখা হয়েছে।

এছাড়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, আয়োডিনযুক্তি লবণ আইনসহ বেশকয়েটি আনইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply