অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে পারছে না মেক্সিকো

|

মেক্সিকো প্রশাসনের কোনো বাঁধাই ঠেকাতে পারছে না সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল। সেতু ব্যবহারের অনুমতি না পেয়ে নদী পেরিয়েই দেশটিতে প্রবেশের চেষ্টা করে হাজারো অভিবাসন প্রত্যাশী।

এদের বেশিরভাগই হন্ডুরাসের নাগরিক। হাঁটুপানি পার হয়ে সীমান্তে পৌঁছালে সেখানে মেক্সিকান ন্যাশনাল গার্ডের সেনাদের বাঁধার মুখে পড়ে আশ্রয়প্রার্থীরা।

জোর করে ঢুকতে চাইলে টিয়ার গ্যাস ছোড়ে সীমান্তরক্ষীরা। সেনাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে অনেকে। সংঘর্ষে বেশ কয়েকজন আহতও হয়েছে।

এখনও সীমান্তে অবস্থান করছে অভিবাসনপ্রত্যাশীরা। কেবল ৮ প্রতিনিধিকে আলোচনার জন্য দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের চাপে কয়েক মাস ধরেই সীমান্তে কড়াকড়ির ব্যবস্থা নিয়েছে মেক্সিকো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply