পেছন থেকে কাপুরুষের মতো আমাকে হামলা করেছে: তাবিথ

|

নির্বাচনী প্রচারণা চলাকালে পেছন থেকে ‘কাপুরুষের মতো’ তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। মঙ্গলবার রাজধানীর গাবতলী এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাবিথ আউয়ালের হামলা হয়। পরে তার নেতাকর্মীদের ওপর দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে।

তাবিথ আউয়াল বলেন, পিছন থেকে কাপুরুষের মতো আমাকে টার্গেট করে মারা হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তার সামনে এই হামলা হয়েছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই তাদের দায়িত্ব পালনের জন্য। তারা নিজের চোখে দেখেছে হামলাকারীদের। অবিলম্বে হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানাচ্ছি।

নেতাকর্মী ও এলাকাবাসীকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপির মেয়রপ্রার্থী বলেন, আমার মনোবল ভাঙ্গবে না এবং আমাকে পিছু সরাতে পারবে না।

হামলার ঘটনায় কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও নির্বাচনী প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply