মেঘনা নদীতে ডুবে মাঝির মৃত্যু

|

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে ডুবে মৃগীরোগে আক্রান্ত মো. তোফাজ্জল হোসেন (১৭) নামে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। আড়াই ঘণ্টা নিখোঁজ থাকার পর আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় জেলেরা তার মরদেহটি নদী থেকে উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহদের বড় ভাই মো. ইকবাল মাঝি। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পান্থশালা ফেরিঘাট এরাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল উপজেলার শ্রীনগর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের মো. ইসমাইল মিয়ার ছেলে।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানায়, তোফাজ্জল দীর্ঘ দিন ধরেই মৃগীরোগে আক্রান্ত। সকাল সাড়ে ১১টার দিকে তিনি ইঞ্জিনচালিত যাত্রীবাহী একটি নৌকা নিয়ে পান্থশালা ফেরিঘাট থেকে বাঘাইকান্দি ঘাটে যাচ্ছিলেন। নৌকা ছাড়ার আগ মূহুর্তে অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে ডুবে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় জেলেদের সহযোগিতায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর দুপুর ২টায় নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের বড় ভাই মো. ইকবাল মাঝি বলেন, তোফাজ্জল মৃগীরোগে আক্রান্ত ছিল। নৌকা দিয়ে যাত্রী পারাপারের সময় নদীর ডুবে তার মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply