সিরিয়ায় রুশ বাহীনির বিমান হামলায় ২৬ জনের মৃত্যু

|

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ বাহিনীর দফায় দফায় বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২৬ বেসামরিক বাসিন্দার। নিহতদের মধ্যে ছয় শিশুসহ আছে একই পরিবারের নয় সদস্য।

মঙ্গলবার আলেপ্পোর অন্তত সাতটি গ্রামে হয় এসব হামলা। জানিয়েছে স্বেচ্ছাসেবক সংস্থা হোয়াইট হেলমেটস।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গেলো তিনদিনে আলেপ্পোতে বিদ্রোহী অধ্যুষিত সবশেষ এলাকাগুলোতে অভিযান জোরদার করেছে সিরিয়া সরকার ও মিত্র রাশিয়া। যার ধারাবাহিকতায় এ বিপুল প্রাণহানি। এর আগে ইদলিবে সিরীয় ও রুশ বাহিনীর ৩শ’র বেশি বিমান হামলায় অর্ধশত বেসামরিক প্রাণহানির তথ্য প্রকাশ করে সিরিয়ার রেসপন্স কোঅর্ডিনেশন গ্রুপ। রাশিয়া ও তুরস্কের সম্মতিতে দু’সপ্তাহের অস্ত্রবিরতির মধ্যেই তীব্র হয়েছে সহিংসতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply