ট্রাম্পকে হত্যা করলে ৩০ লাখ ডলার পুরস্কার!

|

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের এক সংসদ সদস্য। ট্রাম্পের নির্দেশে হত্যার শিকার হওয়া কাসেম সোলাইমানির জন্মস্থান কেরমান প্রদেশের কাহনুজ শহরের সংসদ সদস্য আহমদ হামজা মঙ্গলবার পার্লামেন্টে এ ঘোষণা দেন। তথ্যসূত্র: রয়টার্স।

আহমদ হামজা বলেন, কেরমান প্রদেশের নাগরিকদের হয়ে আমি ঘোষণা দিচ্ছি, ট্রাম্পকে যে-ই হত্যা করুক, তাকে ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। কেরমান প্রদেশের সবাই কাসেম সোলাইমানির যোদ্ধা। আমরা শহীদ হতে ভয় পাই না।

মার্কিন সেনাদের হুমকি দিয়ে আহমদ হামজা বলেছেন, জীবিত সোলাইমানির চেয়ে শহীদ সোলাইমানি আরও ভয়ংকর। তোমরা এখন এই স্বাদ পাবে।

৩ জানুয়ারি মার্কিন বিমান হামলায় ইরানের ‘শ্যাডো কমান্ডার’ খ্যাত জেনারেল কাশেম সোলাইমানি নিহত হন। তার মৃত্যুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈরিতা তীব্র আকার ধারণ করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply