বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

|

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি সোয়েটার কারখানায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় পশমি সোয়েটার লিমিটেড কারখানার সহস্রাধিক শ্রমিক তিন মাসের বকেয়া বেতন না পেয়ে কর্মবিরতি ঘোষণা করে কারখানার বাইরে চলে আসে। পরে তারা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রী ও পথচারীরা। এর আগে গত ১৪ জানুয়ারি একই দাবিতে কর্মবিরতি করেছিল ওই কারখানার শ্রমিকরা। ওইদিন বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও প্রতিশ্রতি রক্ষা করেনি কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প-পুলিশের সহকারী উপ-পরিদর্শক রেজাউল করীম জানান, শ্রমিকরা কর্মবিরতি ঘোষণা দিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply