৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

|

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা কোথাও কোন অনিয়মের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১২ টা পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হলো দেশের মোট ২৮৩টি কেন্দ্রে।

এবার ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রতিযোগী পরীক্ষার জন্য আবেদন করেন। অন্য বারের বিসিএস পরীক্ষার তুলনায় এবার আবেদন পড়েছে সর্বোচ্চ।

পরীক্ষার হলে যেকোন ধরনের ঘড়ি, ক্যালকুলেটরসহ ইলেকট্রনিক্স যন্ত্র নেয়া নিষিদ্ধ ছিল। প্রশ্নফাঁস রোধে বেশ কয়েক সেট প্রশ্নপত্র তৈরি করা হয়। কেন্দ্রগুলোতে গোয়েন্দা, র‌্যাব, পুলিশ ও আনসারসহ চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply