পাকিস্তানে জয় খরা কাটবে টাইগারদের?

|

একযুগ পরে পাকিস্তান সফরে গেলো বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে, ২০০৮ সালের জুলাইয়ে শেষ বার পাকিস্তান সফর করে টাইগাররা। সেবার এশিয়া কাপের ম্যাচে ১০ উইকেটের বড় হারের তিক্ত স্বাদ পেয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল।

পাকিস্তানের মাটিতে এখন পর্যন্ত ৩ ফরম্যাটে ১৬টি ম্যাচ খেলেছে টাইগাররা। তবে নেই কোনো সুখস্মৃতি। মুলতানে ২০০৩ সালে সাদা পোশাকের সংস্করণে জয়ের কাছে গিয়েও হারের দগদগে স্মৃতি আছে খালেদ মাহমুদ সুজনদের। ঐ ম্যাচে ৭২ রানের ইনিংস খেলা হাবিবুল বাশার এখন জাতীয় নির্বাচক। তিনি মনে করেন, সেরা দু’জন খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও বাংলাদেশ দলের ভালোভাবেই সামর্থ আছে পাকিস্তানের জয় খরা কাটানোর।

২০০৮ সালের এপ্রিলে পাকিস্তানের মাটিতে একমাত্র টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। প্রায় ১ যুগ আগে সেই ম্যাচে বাংলাদেশ ১০২ রানে হেরেছিল। সেই দলের সদস্যদের এবার অধিনায়ক মাহমুদউল্লাহ ও তামিম ইকবালই শুধু দলে আছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার তারা জয় খরা কাটাতে পারেন কিনা সেটিই দেখার বিষয়। অবশ্য, আগেই সিরিজ জয়ের আশার কথা জানিয়ে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply