দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের এক ধাপ উন্নতি

|

বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের; অবস্থান ১৪তম। গত বছর ২৬ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইয়ের দুর্নীতির ধারণা সূচক বলছে, কিছুটা কমেছে দুর্নীতি।

সকালে রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে তথ্য জানান।

তিনি বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় কিছুটা প্রভাব পড়েছে সূচকে। তবে রাঘব-বোয়াল দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় স্কোরে উন্নতি হয়নি। দুদকও আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারেনি, ধরতে পারেনি রাঘব বোয়ালদের-এমন অভিমতও জানিয়েছে টিআই। বরাবরের মতো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে সোমালিয়া। আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply