ইনটেলের চেয়ারম্যান হলেন বাংলাদেশের ইশরাক

|

বিশ্বের খ্যাতনামা প্রযুক্তিপণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান ইনটেল করপোরেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশি-আমেরিকান ওমর ইশরাক। মঙ্গলবার (২১ জানুয়ারি) তাকে ‘বোর্ড অব ডিরেক্টরস’-এর জন্য নতুন চেয়ারম্যান নির্বাচিত করে প্রতিষ্ঠানটি। ২০১২ সাল থেকে টানা সাত বছর দায়িত্ব পালনের করে অবসরে যাওয়া অ্যান্ডি ব্রায়ান্টের স্থলাভিষিক্ত হয়েছেন ইশরাক।

এক বিবৃতিতে ব্রায়ান্ট তার আবসরের খবর জানিয়ে বলেছেন, ইনটেলের ভবিষ্যতের নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। আমি মনে করি বোর্ডকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ওমরই যোগ্য ব্যক্তি।

ইশরাক ২০১৭ সাল থেকে ইনটেলের ‘বোর্ড অব ডিরেক্টরস’ মেম্বার হিসেবে কাজ করছেন। তিনি একই সঙ্গে মেডিকেল প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মেডট্রনিকের প্রধান নির্বাহী হিসেবেও নিয়োজিত আছেন। এপ্রিলে তার দায়িত্বের মেয়াদ শেষ হবে।

ওমর ইশরাকের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব লন্ডনের কিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইনজিনিয়ারিংয়ের ওপর বিএসসি ও পিএইচডি সম্পন্ন করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply