সংসদে ঋণখেলাপি ৮,২৩৮ জন ব্যক্তি ও কোম্পানির তালিকা প্রকাশ

|

জাতীয় সংসদে ঋণখেলাপি ৮ হাজার ২৩৮ জন ব্যক্তি ও কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালের নভেম্বরে মাসভিত্তিক হালনাগাদ তথ্য অনুযায়ী খেলাপি ঋণের পরিমাণ ৯৬ হাজার ৯৮৬ কোটি টাকা।

বুধবার সন্ধ্যায়, জাতীয় সংসদে আহসানুল ইসলাম টিটুর প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ৫৭টির মধ্যে ২৫টি ব্যাংকের পরিচালকরা তাদের নিজ ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন। তবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কোনো পরিচালক ঋণ নেননি।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ত্রৈমাসিকের তথ্য অনুযায়ী ২৫টি ব্যাংকের পরিচালকরা নতুন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। এখানে বকেয়া স্থিতির পরিমাণ ১ হাজার ৬১৪ কোটি টাকা। এ ছাড়া অন্য ব্যাংক থেকে ১ লাখ ৭১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন, বিভিন্ন পরিচালক।

অর্থমন্ত্রীর দেয়া তালিকা অনুযায়ী, দেশের শীর্ষ ঋণখেলাপি গ্রাহক এননটেক্স। তারপরই রয়েছে ক্রিসেন্ট গ্রুপ। প্রতিষ্ঠান দুটি জনতা ব্যাংক থেকে জালিয়াতি করে প্রায় ১০ হাজার কোটি টাকা নিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply