সিলেটের সাথে রেল যোগাযোগ সচল

|

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার এক ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থেকে আখাউড়াগামী তেলের লরিবাহী ট্রেনের একটি বগি শায়েস্তাগঞ্জ জংশনে লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারাদেশের সাথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বেলা ১২টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, ট্রেনটি যখন লাইনচ্যুত হয় তখন সেটির পেছনের অংশ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রেলক্রসিং অতিক্রম করতে পারেনি। এতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক বন্ধ হয়ে যায়। ফলে উভয় দিকে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply