রোহিঙ্গাদের ন্যায়বিচার পাইয়ে দিতে সময় প্রয়োজন: সু চি

|

রাখাইন রাজ্যে নিপীড়িত রোহিঙ্গাদের ন্যায়বিচার পাইয়ে দিতে সময় প্রয়োজন। বৃহস্পতিবার, রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের ৪ অন্তর্বর্তী নির্দেশের পর, এ প্রতিক্রিয়া জানিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।

লিখিত বিবৃতিতে জানান, মিয়ানমারের বিচারিক কাঠামো এবং পদ্ধতির ওপর আন্তর্জাতিক মহলের আস্থা রাখা উচিৎ। কেননা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতনের সাথে সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তি দিতে কাজ করছে দেশের সামরিক আদালত। এদিকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেনাবাহিনী জানায়- আইসিজে’র রায় সন্তোষজনক নয়। তবে আন্তর্জাতিক আদালতের দেয়া চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে, নেইপিদো।

মিয়ানমারের সেনা মুখপাত্র যাও মিন তুন বলেন, সরকার ও সেনাবাহিনীর মধ্যে রোহিঙ্গা গণহত্যা মামলা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে বেশ ভালো বোঝাপড়া ছিলো। আমরা সেরা বিচারই চেয়েছিলাম। কিন্তু, খারপটা ঘটলো নেইপিদোর সাথে। সময় প্রয়োজন। তবে প্রত্যাশা- ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply