বিএসএফ কর্তৃক নিয়ে যাওয়া বাংলাদেশিদের লাশ ফেরতে অনিশ্চয়তা

|

নওগাঁর পোরশা সীমান্তে গুলি করে হত্যা করা ৩ জনের মধ্যে যে দু’জনের মরদেহ নিয়ে গিয়েছিল বিএসএফ, তা এখনও ফেরত দেয়া হয়নি। কবে নাগাদ তা ফেরত দেয়া হবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বৃহস্পতিবার রাতে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে গুলি করে তিন জনকে হত্যার প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয়, সঞ্জিত ও কামালের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশকে দেয়া হয়েছে। তারা অন্যান্য আইনানুগ কার্যক্রম শেষে বিএসএফ’কে মরদেহ দিলে, তারা তা বিজিবি’কে হস্তান্তর করবে।

বিজিবি বলছে, এখন পর্যন্ত পরিবারের কেউ লিখিতভাবে মরদেহ গ্রহণের আবেদন না করায়, তারা কোন উদ্যোগ নিতে পারছে না। নিহত দু’জনের পরিবারকে কোন আইনী পরামর্শ দিয়ে সহায়তাও করেনি জেলা প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply