ম্যাচ জয়ের পর টুইটে যা বললেন শোয়েব মালিক

|

বাংলাদেশ-পাকিস্তান টি২০ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের পর টুইট করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক।

শুক্রবার রাতে টুইট করে শোয়েব লিখেন, ‘আমি যেন সবসময় দলের জয়ে অবদান রাখতে পারি। আমার ব্যর্থতায় যেন দল কখনও পরাজিত না হয়। সবাই দোয়া করবেন। হে আমার রব তুমি আমার দোয়া কবুল করো। #পাকিস্তান জিন্দাবাদ।’

শুক্রবারের ম্যাচ জয়ের পর এই ম্যাচে অভিষেক হওয়া আহসান এর ব্যাপারে বলেন, আহসান খুবই আত্মবিশ্বাসী ব্যাটিং করছিল, তখন পিচ এতটা সহজ ছিল না। এ জয়ের জন্য আহসান আলীর অবদান রয়েছে, সে আমার সঙ্গে যে ব্যাটিংটা করেছে তাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। আমরা একসঙ্গে উইকেটও বাঁচিয়েছি আবার স্কোরও ঠিক রেখেছি। এটা আমাদের জন্য খুবই ইতিবাচক দিক যে, একজন তরুণ ম্যাচ জয়ে মূল ভূমিকা পালন করেছে।

শোয়েব মালিক আরও বলেন, পৃথিবীর কেউই বলতে পারবে না আমি সবকিছু শিখে গেছি, সবকিছু জেনে গেছি। এমনকি শচীন টেন্ডুলকারসহ বিশ্বের কোনো সফল মানুষও এ দাবি করতে পারবেন না। আমি মনে করি, আপনার শেখার কোনো শেষ নেই।

মালিক আরও বলেন, আমরা চাই রাতারাতি ফল পেতে, কিন্তু ধৈর্য না ধরে দ্রুত সবকিছু আশা করা ঠিক নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply