মুজিববর্ষে বিনা সুদে কৃষকদের ঋণ দিচ্ছে রূপালী ব্যাংক

|

দেশের মোট জনগোষ্ঠির অর্ধেকের বেশি এখনো কৃষির ওপর নির্ভরশীল। যাদের শ্রমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জিডিপিতে এখাতের অবদান প্রায় ১৪ শতাংশ। ধানের পাশাপাশি সফলতা আছে সবজি উৎপাদনেও।

তাই এবার মুজিববর্ষে বিনা সুদে কৃষকদের ঋণ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক। পাইলট প্রকল্প হিসেবে নাটোরের টমেটো চাষিদেরকে দেয়া হচ্ছে এ ঋণ। পরিশোধ করতে পারবেন ফসল বিক্রির পর।

মূলত উৎপাদিত ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত কৃষক। মৌসুম আসলে চড়া ঋণ নিতে হয় দাদন ব্যবসায়ীদের কাছ থেকে। যে কারণে লাভের মুখ আর দেখা হয় না কৃষকদের। এ সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে বিনা সুদে ঋণ দেয়ার।

মুজিব বর্ষ স্বরণে ৫শ’ টমেটো চাষিকে দেয়া হচ্ছে বিনা সুদে ঋণ। ৬ মাস মেয়াদি এ ঋণ কৃষক পরিশোধের সুযোগ পাবেন আবাদ শেষে।

ব্যব্স্থাপনা পরিচালক উবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, প্রকল্প সফল হলে অন্য জেলাতেও এ ধরনের উদ্যোগ নেয়া হবে।

বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। এ উদ্যোগে দেশের কৃষিকে অনেকটাই এগিয়ে নেয়া সম্ভব বলেও মনে করেন তারা।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অন্য সরকারি-বেসরকারি ব্যাংককেও এ ধরনের উদ্যোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply