অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠলেন টাইগাররা

|

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরও কোয়ার্টার ফাইনালে উঠল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে।

গতকাল শুক্রবার পচেফস্ট্রমে বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয়।

সে ম্যাচে জয়-পরাজয় নির্ধারণ না হওয়ায় রান রেটে এগিয়ে থাকার কারণে কোয়ার্টার ফাইনালে উঠল আকবর আলির দল।

বলতে গেলে বৃষ্টি আশীর্বাদস্বরূপ অবতীর্ণ হলো পচেফস্ট্রমের স্টেডিয়ামে।

এদিন বৃষ্টি বাধায় মাঠে ম্যাচ গড়াতেই দেরি হয়। ফলে খেলা ৫০ ওভারের বদলে ৩৭ ওভারে নেমে আসে।

টসে জিতে টাইগারদের ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েন আকবর আলিরা। দলীয় সর্বোচ্চ রান করেছেন ওপেনার তানজিদ হাসান। তার ব্যাট থেকে আসে ৩৪ রান। এ ছাড়া বাকি সবাই আসা-যাওয়ার মধ্যে ছিলেন।

২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে বাংলাদেশ। কিন্তু আবারও বৃষ্টির দাপটে খেলা বন্ধ হয়ে যায়। এর পর আর একটি বলও মাঠে গড়ায়নি।

খেলা পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে দুদল। ফলে রান রেটে এগিয়ে থাকার কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেন বাংলাদেশের যুবারা। এর পর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply