বর্ধমানে বোমা বিস্ফোরণ: জেএমবি নেতা তালহা গ্রেফতার

|

ভারতের বর্ধমানের খাগড়াগড়ে বোমা হামলায় অভিযুক্ত জেএমবি নেতা আবু সাঈদ ওরফে তালহা ওরফে শ্যামল বগুড়ায় গ্রেফতার হয়েছে।

শুক্রবার রাত ১টার দিকে নন্দীগ্রামের ওমরপুর থেকে তাকে গ্রেফতার করে বগুড়া ডিবি ও পুলিশ সদর দফতরের গোয়েন্দা শাখার একটি যৌথ দল। আবু সাঈদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে ২ জন নিহত ও একজন আহত হয়। এ ঘটনায় জঙ্গি সংগঠন জেএমবির বাংলাদেশের কয়েজন সদস্য জড়িত বলে দাবি করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply