ইশরাকের বাসায় গেলেন ব্রিটিশ হাইকমিশনার

|

টিকাটুলির সংঘাতের ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। রোববার দুপুরে, ঢাকা দক্ষিণের বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সাথে সাক্ষাতের সময় এ মন্তব্য করেন তিনি।

দুপুর আড়াইটায়, ইশরাকের বাসায় যান ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই-কমিশনার। এসময়, গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানান তিনি। ডিকসন বলেন, শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনার, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উভয়দলের প্রার্থীদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। সবাইকে বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের একই কথা জানান ইশরাক হোসেন। বলেন, ব্রিটিশ হাইকমিশনার সিটি নির্বাচনের সব মেয়র প্রার্থীদের সঙ্গে দেখা করছেন। আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে ওনার সঙ্গে কথা হয়েছে।

এছাড়াও, টিকাটুলির সংঘাতের ব্যাপারে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেছেন বলে জানান ইশরাক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply