রাজস্ব আদায়ের পাশাপাশি সেবার মানসিকতা থাকতে হবে কাস্টমস কর্মকর্তাদের

|

রাজস্ব আদায়ের পাশাপাশি সেবার মানসিকতা থাকতে হবে কাস্টমস কর্মকর্তাদের। তাহলে রাস্ব আদায়ের পরিমাণ আরো বাড়বে। কর আদায় করতে চেয়ে যেনো দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দিতে হবে।

রোববার রাতে আন্তর্জাতিক কাস্টম দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারের শীর্ষ ব্যক্তিরা।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, এনবিআরের বেশিরভাগ ভালো সিদ্ধান্ত প্রভাবশালীদের বিপক্ষে যায়। সরকারের সহযোগিতা ছাড়া এনবিআরের প্রধানের পক্ষে তা সম্ভব নয়। দেশের উন্নয়ন ভালো রাজস্ব আইন ও কর কাঠামো থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, কাস্টমস কর্মকর্তাদের প্রতি বিরুপ ধারণা আছে ব্যবসায়ীদের এটি দুর করতে হবে। পণ্য ছাড়ের ক্ষেত্রে কেউ যেন হয়রানি শিকার না হয় সেটি নিশ্চিত হবে।

এসময়, রাজস্ব খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠায় উদ্যোগ নেয়ার কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply