চীন থেকে আসা যাত্রীদের ব্যাপারে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

|

চীন বা হংকং থেকে আসা যাত্রীদের ব্যাপারে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিপরিষদ বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এসময় তিনি আরও জানান, মন্ত্রীসভা লক্ষ্মীপুর ও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ খসড়ার অনুমোদন দিয়েছে। পাশাপাশি শিশু দিবাযত্ন কেন্দ্র আইন ২০২০ খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সেখানে চার ধরণের ডে কেয়ার করার কথা বলা হয়েছে। ডে-কেয়ারে শিশুর দুধপানের জন্য আলাদা কর্নার করা ও অটিস্টিক শিশুদের জন্য বাড়তি কেয়ারের বিষয়ে উল্লেখ করা হয়েছে। সব ডে-কেয়ারে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধন না করলে ডে কেয়ার মালিককে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply