মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব চালাতে রাষ্ট্রপতির আহ্বান

|

কুমিল্লা ব্যুরো
রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব চালাতে হবে। তা না হলে দেশ ও দেশের ভবিষ্যত ধ্বংস হয়ে যাবে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে একজন গ্রাজুয়েট হিসেবে সবসময় সত্য ও ন্যায়কে সমুন্নত রাখবে। নৈতিকতা ও দৃঢ়তা দিয়ে দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করবে।

তিনি আজ সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এমপি। আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এমপি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

সমাবর্তনে ১৪জন কৃতি শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক দেয়া হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম এই সমাবর্তনে ২ হাজার ৮৮৮ জন গ্রাজুয়েট অংশগ্রহন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply