ভ্যাট আদায়ের বড় ক্ষেত্র বাণিজ্য মেলা, বেড়েছে সময়ও

|

দিন গড়ানোর সাথে বেশ জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা-দর্শনার্থীর সাথে বেড়েছে বিক্রির পরিমাণও। এরফলে বেড়েছে রাজস্ব আদায়। মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ের বড় ক্ষেত্রে পরিণত হয়েছে বাণিজ্য মেলা।

প্রতিটি স্টল ও প্যাভিলিয়নের নামে আছে আলাদা নিবন্ধন। দিন শেষে ভ্যাট দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। আদায় হচ্ছে সোনালী ব্যাংকের মাধ্যমে। গেল ২৬ দিনে আদায় হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

এদিকে বাড়ানো হয়েছে মেলার সময়ও। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে শুক্র ও শনিবার সিটি নির্বাচনের কারণে বন্ধ থাকবে।

এবারে মেলার শুরুতে প্রতিটি স্টল ও প্যাভিলিয়নকে দেয়া হয় ভ্যাট নিবন্ধন নাম্বার। সে অনুযায়ী ভ্যাট আদায় করছে এনবিআর। দিনের লেনদেন শেষে অথবা পরের দিনই ভ্যাটের চালান জমা দিচ্ছেন স্টল মালিকরা।

ভ্যাটের টাকা আদায় করছে সোনালী ব্যাংক। প্রায় ৫শ’ স্টল থাকলেও প্রতিদিন চালান জমা হচ্ছে ৩শ’ কাছাকাছি। শুরুতে কিছুটা কম থাকলেও এখন দিনে আদায় গড়ে ৩০ লাখ টাকা।

ভ্যাট আদায় বাড়াতে এ বছর শুরু থেকেই তৎপর এনবিআর। গত বছরের তুলনায় এখন পর্যন্ত আদায় বেড়েছে প্রায় ৫০ লাখ টাকা।

গতবছর বাণিজ্য মেলা থেকে ভ্যাট আদায় হয়েছিল প্রায় সাড়ে ৬ কোটি টাকা। এ বছর ৮ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply