ভোলায় গ্যাস অনুসন্ধানে রাশিয়ার গ্যাসপ্রমের সাথে সমঝোতা স্মারক সই

|

ভোলা দ্বীপের এক হাজার বর্গকিলোমিটার এলাকায় গ্যাস অনুসন্ধানে রাশিয়ার গ্যাসপ্রমের সাথে সমঝোতা স্মারক সই করলো বাংলাদেশ।

এর আওতায় ভোলা ও আশপাশের এলাকায় গ্যাস অনুসন্ধানে জরিপ ও তথ্য সংগ্রহ করবে বিদেশি এই কোম্পানিটি।

রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স এই এলাকায় ত্রিমাত্রিক জরিপ চালিয়ে এরই মধ্যে গ্যাসের সন্ধান পেয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, এত বড় এলাকায় অনুসন্ধান ও উত্তোলনের জন্যই গাসপ্রমকে এই কাজে সম্পৃক্ত করা হয়েছে।

এছাড়া পেট্রোবাংলার সাথেও গ্যাস খাতে কৌশলগত সহযোগিতা বিষয়ে সই হয়েছে আরেকটি সমঝোতা।

অনুষ্ঠানে জ্বালানি সচিব, পেট্রোবাংলা চেয়ারম্যান, গ্যাসপ্রমের জ্বালানি বিভাগের ডেপুটি চেয়ারম্যান ও রাশিয়ার রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply