মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা

|

এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এবার আমরণ অনশন কর্মসূচি শুরু করলেন স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সারা দেশ থেকে আসা কয়েকশ’ শিক্ষক এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এর আগে গত পাঁচদিন টানা অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার ব্যাপারে কোন আশ্বাস মেলেনি।

এদিকে, কর্মস্থলে ফিরে যেতে শিক্ষামন্ত্রীর আহ্বানে ক্ষোভ জানিয়েছেন শিক্ষকরা। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। আন্দোলন অব্যাহত রেখে আগামীকাল জাতীয় পাঠ্যপুস্তক উৎসবে অংশ না নেয়ার ঘোষণাও দিয়েছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply