কোটি টাকা হাতিয়ে নেয়া ভুয়া ডিআইজির দুই দিনের রিমান্ড

|

ফেনী প্রতিনিধি
ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে ডিআইজি-এসপি পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়া ফখরুদ্দিন মোহাম্মদ আজাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম এমরানের আদালতে পিবিআইয়ের মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্চুর করেন। গত ১৪ জানুয়ারি ঢাকার খিলগাও থেকে তাকে আটক করে পুলিশের একটি টিম।

এমামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম জানান, ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ দীর্ঘদিন যাবত ব্যক্তি ও পরিবেশ বিবেচনায় কখনো ডিআইজি, কখনো এসপির পরিচয় দেয় সে। ১৯৯১ সালে ফখরুদ্দিন সাব-ইন্সপেক্টে হিসেবে যোগ দিলেও ঘুষ গ্রহণের অভিযোগে সে চাকরিচ্যুত হয়। ২০০০ সালে ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাইকালেও গ্রেফতার হয়। তার কাছে পুলিশের পোশাক, র‌্যাংক ব্যাজ, পুলিশের স্টিকার যুক্ত প্রাইভেটকার, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সিল স্বাক্ষর সম্বলিত ভুয়া নিয়োগ পত্রসহ বেশ কিছু পুলিশের সরাঞ্জাম জব্দ করা হয়েছে।

প্রতারক ফখরুদ্দিন কুমিল্লার লাকসাম উপজেলার বাকুই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply