ভারতের পাঞ্জাবে ১৬ বছরে আত্মহত্যা করেছে ১৬ হাজারের বেশি কৃষক। শনিবার তিনটি রাজ্যের ওপর জরিপ শেষে এ তথ্য প্রকাশ করে ‘গ্রানারি অফ ইন্ডিয়া’।
পাঞ্জাবের কৃষি বিভাগ এবং গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় যৌথ ভাবে এ জরিপ চালায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফসল কম হওয়া এবং সার ও ফসলি বীজের জন্য ঋণ নেয়ার পর তা ফেরত না দিতে পারার বেশির ভাগ কৃষক আত্মহত্যা করেছে। এদের অর্ধেকই প্রায় সরকারি ব্যাংক ছাড়া ব্যাক্তি মালিকানা প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছিলেন।
পরিসংখ্যান বলছে, সাড়ে ১২ হাজারের বেশি কৃষক আত্মহত্যা করেছে ২০১৫ সালেই। যা ওই বছর ভারতের মোট আত্মহত্যার ১০ ভাগ। এছাড়া ভারতে ৬০ ভাগ মানুষই আত্মহত্যা করে ব্যাংক লোন নিয়ে ফেরত না দিতের পারার কারণে।
Leave a reply