আবারো বেড়েছে দেশি পেঁয়াজের দাম

|

রাজধানীর বাজারে আবারও বাড়লো দেশি পেঁয়াজের দর। প্রতি কেজির দাম হাকা হচ্ছে দেড়শ টাকা। যা এক সপ্তাহ আগে একশ টাকায় নেমেছিলো। আমদানি করা পেঁয়াজের দরও কেজিতে বেড়েছে, মানভেদে ১০ থেকে ২০ টাকা।

বিক্রেতারা জানান, টানা দু’সপ্তাহ স্থিতিশীল থাকার পর গত দু’দিনে হঠাৎ করেই বেড়েছে সব ধরণের পেঁয়াজের দাম। পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম এক লাফে কেজি প্রতি বেড়েছে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত। বিক্রি হচ্ছে দেড়শো টাকায়। আর চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। এক কেজি মিশরীয় পেঁয়াজে জন্য গুণতে হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা। দাম বৃদ্ধির কারণ হিসেবে, পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়া দায়ী করছেন তারা। বলছেন, পাবনা, রাজশাহী, ফরিদপুর অঞ্চল থেকে দেশি পেঁয়াজ কম আসছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply