পাক প্রধানমন্ত্রীর বেতন বাড়ছেনা

|

প্রধানমন্ত্রী হিসেবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বেতন বাড়ছেনা বলে জানিয়েছে তার কার্যালয়।
এরআগে তার বেতন বাড়ছে বলে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে পাক প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর ডন’র।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সরকারপ্রধান হিসেবে যে খরচ তিনি করেন, তা জনগণের কষ্টার্জিত অর্থ থেকে আসে। কাজেই সেই খরচ সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে।

দেশটির ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মুরাদ সাইদ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরেও বানিগালায় নিজের ব্যক্তিগত বাড়িতে থাকেন ইমরান খান।

এর আগে ইমরান খান বলেন, সরকারি বেতনে তার পরিবারের খরচ মেটে না। প্রধানমন্ত্রীর বাসভবনের খরচ আমাদের চল্লিশ ভাগ কমাতে হবে। আমি নিজের বাসায় থাকি, নিজের খরচ নিজেই বহন করি। আমার পরিবারের ভরণপোষণ আমার সরকারি বেতন দিয়ে হয় না।

পাক দফতর অনুযায়ী ইমরান খানের বর্তমান বেতন ২ লক্ষ ১ হাজার ৫৭৪ রুপি। যা ট্যাক্স ও অন্যান্য সরকারি কর পরিশোধ করার পর ১ লক্ষ ৯৬ হাজার ৯৭৯ রুপিতে দাড়ায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply