অস্ত্র প্রদর্শনের অভিযোগে কাউন্সিলর প্রার্থী আটক

|

অস্ত্র প্রদর্শনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তেজগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাউন্সিলর প্রার্থী তালুকদার সারওয়ার হোসেন ঢাকা উত্তরের ২৪ নম্বর ওয়ার্ডে ‘কাটা চামচ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে ওই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী সফিউল্লাহ রহিম মেটাল মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হবার পর তার সমর্থকদের সাথে সারওয়ারের সমর্থকদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। সেসময় সারওয়ার আগ্নেয়াস্ত্র বের করলে সফিউল্লাহ’র সমর্থকরা তাকে মারধর করেন।

পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সারওয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, হাতাহাতে সফিউল্লাহর চার সমর্থক ও সারওয়ারের পাঁচ সমর্থক আহত হয়। পরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে অস্ত্র প্রদর্শন করায় তাকে আটক করলে নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। এসময় তালুকদার সারওয়ারকে শনিবার আদালতে হাজির করা হবে বলেও জানায় পুলিশ।

উল্লেখ্য, এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত ‘ঠেলাগাড়ী’ প্রতীকে মো. সফিউল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা তালুকদার সারওয়ার হোসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply