চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে

|

২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের প্রাণহানির পর, চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। আক্রান্ত ১২ হাজার জন। আক্রান্তের লক্ষণ দেখা দেয়ায় নিবিড় পর্যবেক্ষণে এক লাখ দুই হাজার মানুষ।

শুক্রবার বেইজিং জানায়, মৃতদের ২৪৯ জনই উহান শহরের বাসিন্দা; যে শহর থেকে প্রথম শুরু হয় ভাইরাসটির সংক্রমণ। চীন থেকে আরও ২২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এ ভাইরাস; আক্রান্ত শতাধিক।

সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, সম্প্রতি চীন সফর করা সব দেশের নাগরিকদের ওপর। স্থগিত করেছে চীনা ভূখণ্ডের সাথে সব ধরনের ফ্লাইট যোগাযোগ। চীন থেকে বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নেয়ার কার্যক্রমও অব্যাহত রেখেছে। ভাইরাসের কারণে বৃহস্পতিবারই বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে, ভাইরাস আতঙ্কে নিম্নমুখী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপানসহ বিশ্বের প্রধান সব পুঁজিবাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply