দেড় ঘণ্টায় এক ভোট!

|

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের অন্যতম সুবিধা- দ্রুত সময়ে ভোট নেয়ার যায়। কিন্তু তাই বলে দেড় ঘণ্টায় পড়বে ১ ভোট! ঢাকার দুই সিটি নির্বাচনে এমনই চিত্র দেখা গেলো মিরপুর সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে। ভোট শুরুর দেড় ঘণ্টা পর পড়ে প্রথম ভোট। এরপর ঘণ্টা পেরিয়ে গেলেও আর ১০ জন ভোটার পাওয়া যায়নি। ভোটারের অপেক্ষায় বসে আসেন নির্বাচনী কর্মকর্তা ও এজেন্টরা।

মিরপুরের শাহ আলী কলেজেও দেখা গেছে একই চিত্র। সেখানে ৪টি কেন্দ্রে ১০ হাজার ভোটার থাকলেও সকাল থেকে কোনো ভিড় দেখা যায়নি। নেই কোনো উত্তেজনাও। ভোটের প্রথম অর্ধে ভোটারের সংখ্যা দশকের কোটা ছাড়ায়নি।

কোথাও কোথাও ইভিএম মেশিনের কিছু সমস্যার কথা জানা গেলেও, মিরপুরের এই কেন্দ্রগুলোর বেলায় ইভিএম মেশিনের কোনো দায় নেই। আসলে, ভোটার না এলে যন্ত্রের কী দায়!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply