নারী এককে নতুন চ্যাম্পিয়ন পেলো অস্ট্রেলিয়ান ওপেন

|

নারী এককে নতুন চ্যাম্পিয়ন পেলো অস্ট্রেলিয়ান ওপেন। গারবিনিয়ে মুগুরুজাকে ২-১ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন এখন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন।

প্রথম সেটে জয় পেয়েও মুগুরুজা শেষ পর্যন্ত হার মানেন, সবশেষ ১২ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জেতা সোফিয়ার কাছে।

২০১৭ সালে নিজের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জিতেছিলেন গারবিনিয়ে মুগুরুজা। আর সেই বছরই পেশাদার টেনিসে নাম লেখান যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। পার্থ্যক অনেক, কিন্তু ঠিক ৩ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল দুজনকে দাঁড় করিয়েছে একই মঞ্চে।

প্রথম সেটে সেই পার্থক্য প্রমাণও করেছেন মুগুরুজা। ৬-৪ গেমের জয়ে আভাস দেন নিজের তৃতীয় গ্র্যান্ডস্লাম ঘরে তোলার। কিন্তু দ্বিতীয় সেটেই পাল্টে গেলো দৃশ্য। ২১ বছর বয়সী সোফিয়া ঘুরে দাঁড়ালেন অদম্য আত্ববিশ্বাসে। ৬-২ গেমের জয় তুলে ফিরলেন সমতায়।

তৃতীয় সেটে যেনো আরো আগ্রাসী সোফিয়া কেনিন। এখানেও জয় ৬-২ গেমে। সেই সাথে নিশ্চিত করলেন, অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শিরোপা জয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply