নির্বাচন প্রত্যাখ্যান বিএনপির, রাজধানীতে কাল হরতাল

|

ঢাকার দুই সিটি নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে আগামীকাল রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

শনিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনরায় পদদলিত করে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিচ্ছে সরকার।

ঢাকার দুই সিটি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা এখনও বাকি আছে। তবে এরই মধ্যে প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের দুই মেয়র প্রাথী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যথাক্রমে বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

এর আগে, দিনব্যাপী নানা ঘটনা, বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে শেষ হয় ভোট। তবে, কোথাও বড় ধরনের সংঘর্ষের হয়নি। ভোট শেষে নয়াপল্টনে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দিনব্যাপী ভোটে ভোটারদের অংশগ্রহণ ছিল কম। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ভোটারের উপস্থিতি ৩০ শতাংশের নিচে হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply