ঢাকা দক্ষিণের নতুন মেয়র তাপস

|

নতুন মেয়র পেলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নির্বাচনে কেন্দ্রভিত্তিক ফলাফলে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

এবারের নির্বাচনে দক্ষিণে মোট ভোটকেন্দ্র ছিল ১ হাজার ১৫০টি। এর মধ্যে শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪,২৮,৫৯৫ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে ইশরাক হোসেন পেয়েছেন ২,৩৬,৫১২ ভোট।

শনিবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত মঞ্চে এ ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। তিনি জানান, এবার ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে ২৯ শতাংশ ভোট পড়েছে।

এবারের সিটি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলে। তবে, ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফল থেকেও এর প্রতিফলন দেখা গেছে। প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে বড় দুই দলের প্রার্থীই ভোটারদের কম উপস্থিতির বিষয়টি উল্লেখ করেছিলেন।





Leave a reply