নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: ইলেকশন মনিটরিং ফোরাম

|

সুষ্ঠ এবং গ্রহণযোগ্য হয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন। তবে, ভোটার উপস্থিতি কম ছিল; যার কারণ রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব। নির্বাচন পর্যবেক্ষণ করে এমন তথ্য তুলে ধরেছে ইলেকশন মনিটরিং ফোরাম।

আজ রোববার সকালে সংবাদ সম্মেলনে বলা হয়, কেন্দ্রে পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বা মারধর করে বের করে দেবার কোন চিত্র ছিল না। কোনো কোনো কেন্দ্রে পোলিং এজেন্টই দেয়া হয়নি। নির্বাচনের দিন সামান্য গোলযোগ হয়, তবে তা বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে।

ইভিএম ভোট দেবার নতুন কৌশল উল্লেখ করে বলা হয়, মানুষদের মধ্যে এ বিষয়ে উৎসাহিত করতে হবে। হলফনামায় ভুল তথ্য দেয়া জয়ী এবং পরাজিত প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবারও পরামর্শ দিয়েছে ৫৬টি সংস্থার সমন্বয়ে গঠিত এই পর্যবেক্ষক মোর্চা। বলা হয়, প্লাস্টিক মোড়ানো পোস্টার দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা দরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply