ফল প্রত্যাখ্যান করে যা জানালেন তাবিথ-ইশরাক

|

ঢাকার দুই সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। রোববার বিএনপির ডাকা হরতাল কর্মসূচিতে অংশ নিয়ে দু’জনই এ কথা বলেন।

বেলা আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে কর্মসূচিতে অংশ নিয়ে দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেছেন, সিটি করপোরেশন নির্বাচনের যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও সাজানো। এ ফলাফলের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। আমরা এ ফলাফল প্রত্যাখ্যান করছি।

ইশরাকের দাবি, নির্বাচনে যে পরিমাণ ভোট কাস্ট দেখানো হয়েছে, তার চেয়ে অনেক কম ভোট কাস্ট হয়েছে।

ইশরাকের পর পিতা আব্দুল আউয়াল মিন্টুকে নিয়ে হরতালের সমর্থনে ডাকা কর্মসূচিতে অংশ নিতে যান ঢাকা উত্তরের বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি সাংবাদিকদের বলেন, ন্যূনতম সুষ্ঠু ভোট হয়নি। এ রকম নির্বাচন আমরা কখনোই প্রত্যাশা করিনি। আমরা এই ভোট চুরির নির্বাচন প্রত্যাখ্যান করছি।

এর আগে সকাল ৭টা থেকে নয়াপল্টনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় প্রতীকী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়িয়ে বিক্ষোভ করেন তারা। বিএনপি কার্যালয়ের সামনে দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply