পুঁজিবাজারে আসছে ৭ সরকারি প্রতিষ্ঠান

|

সাতটি সরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরুতে ১০ থেকে ২০ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে। সোমবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। বলেন, এবারের বিডিএফ সম্মেলনে সাড়ে চারশ’ কোটি ডলারের প্রতিশ্রুতি মিলেছে।

এসব কোম্পানির মধ্যে আছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি তিতাস গ্যাস, পাওয়ার গ্রীড, নথওয়েস্ট পাওয়ার, বিআরপিএল, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি, আশুগঞ্জ পাওয়ার ও জিটিসিএল।

অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আনার প্রতিশ্রুতি ছিলো সরকারের। এ লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুঁজিবাজারে দ্রুত শেয়ার আনতে এই সাত কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ণ করা হবে। এজন্যে প্রয়োজনে পৃথক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এসব কোম্পানির নিরীক্ষাও শেষ করতে হবে আগামী ২ মাসের মধ্যে। তিনি বলেন, পুঁজিবাজারে থাকা আরও সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পর্যায়ক্রমে ছাড়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply