ভাই-বোনদের ফাঁসাতে কন্যা হত্যা, গ্রেফতার পিতা

|

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় আপন ভাই বোনদের ফাঁসাতে গিয়ে নিজের ৩ মাসের কন্যা সন্তানকে হত্যার দায়ে পিতা কালাম শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে কালাম ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজ কন্যাকে হত্যার স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করেন। পরে আদালতের বিচারক সোনিয়া আক্তার তাঁকে জেল হাজতে প্রেরণ করেন।

গত রোববার সকালে উপজেলার পশ্চিম তারাবুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরের খাটে ঘুমিয়ে থাকা তাঁর ৩ মাস বয়সী কন্যা শিশু জান্নাতি আক্তারকে খাটের পায়া ও দরজার চৌকাঠের সাথে আছাড় দিয়ে গুরুতর জখম করে। পরে আহত জান্নাতিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই এলাকায় ৩ মাসের শিশু মেয়ে জান্নাতি আক্তারকে ভাই-বোনরা হত্যা করেছে বলে কালাম প্রচার করে। এ ঘটনায় কালাম শিকদার শিশু সন্তান হত্যার দায়ে ভাই আফজালসহ অন্যদের আসামী করে কাঁঠালিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

বিষয়টি পুলিশের সন্দেহ হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিশির দাস ও বাড়ির লোকজনের সহায়তায় ঘটনার সত্যতা উদঘাটন হলে গত রোববার বিকেলে স্বামী কালামকে আসামী করে স্ত্রী তানিয়া আক্তার (২৩) কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ কালামকে তাঁর শিশু কন্যা জান্নাতি আক্তারকে হত্যার দায়ে ওই রাতেই গ্রেপ্তার করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply