৭ জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ১১

|

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এরমধ্যে বগুড়ায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে স্কুল ছাত্রসহ ৩ জনের।

স্থানীয়রা জানায়, সকালে সদরের নামুজা চৌমুহনী বাজার এলাকায়, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মনির সরকার ও ইটভাটা শ্রমিক পলাশকে চাপা দেয় একটি বালুবাহী ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হয় মনির। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পলাশের। ট্রাকের চালক ও হেলপারের গ্রেফতারের দাবিতে সড়কে বিক্ষোভ করে এলাকাবাসী।

কাহালু উপজেলার বারো মাইল এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সা আরোহী একজন মারা গেছেন। রাজশাহীর তানোর উপজেলার বুড়াবুড়িতলায় একটি বাস উল্টে নিহত হয়েছেন দুইজন। আহত হন অন্তত ১০ জন। এছাড়া টাঙ্গাইল, সাতক্ষীরা, নওগাঁয়, পঞ্চগড় ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও ৬ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply