‘পাচার হওয়া অর্থ ফেরাতে সিঙ্গাপুর, হংকংসহ কয়েকটি দেশে কর্মকর্তা পাঠাবে দুদক’

|

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে সিঙ্গাপুর, হংকং-সহ কয়েকটি দেশে কর্মকর্তা পাঠাবে দুদক- জানিয়েছেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুপুরে দুদক কার্যালয়ে ডে কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, অর্থ পাচার বৈশ্বিক সমস্যা। ট্রেডবেজ মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকা পাচার বেশি হয়। কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে ডাটাবেজ তৈরি করে কারা দেশের বাইরে গেছে এবং কারা টাকা পাচার করছে তা খোঁজার চেষ্টা চলছে বলেও জানান দুদক চেয়ারম্যান। সম্পদ ও পাচারকারীদের ফিরিয়ে আনতে দ্রুত ইন্টারপোলের সাথে যোগাযোগ করবে দুদক।

এসময়, বিভিন্ন জেলার গডফাদার, জবর দখলকারি, ক্যাসিনো ব্যবসার মাধ্যমে যারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ইকবাল মাহমুদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply