ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

|

ভৈরব প্রতিনিধি
ভৈরবে ১৪৮০ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা। গতকাল বুধবার রাত আড়াইটায় ভৈরব শহরের নাটাল মোড় এলাকা থেকে মাদক বহনকারী ট্রাকসহ দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো সিলেটের জকিগঞ্জ থানার আবদুস ছাত্তারের ছেলে বেলাল আহমেদ ও আবুল কালামের ছেলে ইয়াসিন আহমেদ মিলন। এসময় মাদক বিক্রয়ের ৫ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ২৮ লাখ টাকা। এব্যাপারে ভৈরব থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা করে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক রাফিউদ্দিন মোহমামদ যোবায়ের আজ বৃহস্পতিবার দুপুর এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার গভীর রাত আড়াইটায় মাদক ব্যবসায়ীরা সিলেটের ওসমানীনগর থেকে এসব ফেনসিডিলের চালান নিয়ে ঢাকা যাচ্ছিল। র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাতে ভৈরব শহরের নাটাল এলাকায় ট্রাকটিকে সিগনাল দিলে চালক ট্রাকটি থামায়। এসময় ট্রাকে তল্লাশি করে ১৪৮০ বোতল ফেনসিডিল ও নগদ ৫৯০০ টাকা উদ্ধার করে। পরে ট্রাকটি আটক করে র‌্যাব সদস্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply