নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস, আতঙ্কিত এলাকাবাসী

|

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নলকূপের পাইপ দিয়ে গ্যাসের সাথে বালু ও পানি বের হওয়ার তীব্রতা এখনও কমেনি।

এতে আতঙ্ক ছড়িয়েছে আশপাশে। যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। ঘটনাস্থলে অবস্থান করছে পেট্রোবাংলা ও বাপেক্সের বিশেষজ্ঞ দল।

কর্মকর্তারা জানান, এটি গেলো ৭২ ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করছেন তারা । সন্ধ্যায় জেলা প্রশাসন ও পুলিশের সাথে জরুরি বৈঠক রয়েছে। আলোচনার মাধ্যমে পরবর্তি পদক্ষেপ কী হবে তা চূড়ান্ত করা হবে। বুধবার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে গভীর নলকূপ বসানো হচ্ছিল। হঠাৎ করে সেই পাইপ দিয়ে গ্যাসের সাথে বালু আর পানি নির্গত হওয়া শুরু হয়। দুর্ঘটনা এড়াতে স্কুলটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে সালদা গ্যাস ক্ষেত্রের দূরত্ব এক কিলোমিটার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply