ফরিদপুরে ৮ প্রক্সি পরীক্ষার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

|

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা খেয়েছে ৮জন।

শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ৮ জনকে মোট এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণির প্রথম বর্ষের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। ওই কেন্দ্রে নির্ধারিত পরীক্ষার্থীর বদলে অন্য কেউ প্রক্সি দিচ্ছে, এমন খবর জানতে পেরে ওই কেন্দ্রে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও ঝোটন চন্দ বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রক্সি পরীক্ষা দিতে আসা ওই ৮জনকে আটক করেন। তাদের নিয়ে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। পরে তাদের ৮ জনকে মোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানার দণ্ডপ্রাপ্তরা হলো, মায়ের পরীক্ষা দিতে আসা সুবর্ণাকে ২০ হাজার, বোনের পরীক্ষা দিতে আসা লিমাকে ২০ হাজার এবং ভাইয়ের পরীক্ষা দিতে আসা ফয়সাল শেখকে ১৫ হাজার, শুভ সরকারকে ২৫ হাজার, রাজিব খানকে ২৫ হাজার, নাইম শেখকে ২৫ হাজার, বাবর আলীকে ২৫ হাজার, সোহাগ কীর্ত্তনিয়াকে ১০ হাজার টাকা।

সত্যতা নিশ্চিত করে ইউএনও ঝোটন চন্দ বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন এর ১১ ধারা অনুযায়ী এ দণ্ড প্রদান করেন। তিনি বলেন, ওই কেন্দ্রের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply