চীন থেকে দেশে আসাদের উদ্বিগ্ন না হতে পরামর্শ আইইডিসিআর’র পরিচালকের

|

চীন থেকে দেশে আসাদের উদ্বিগ্ন না হয়ে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রোববার দুপুরে মহাখালীতে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, চীনে ভাইরাস ছড়িয়ে পড়ার ১৪ দিন আগে যারা এসেছেন এবং আসার পর যাদের ১৪ দিন পার হয়েছে তাদের উদ্বিগ্ন হবার কারণ নেই।

তিনি জানান, রংপুরে চীনফেরত বাংলাদেশি ছাত্রের বর্তমান অবস্থা ভালো, শ্বাসকষ্ট ছাড়া তার কোন সমস্যা ছিলো না, তার নমুনা নিয়ে পরীক্ষা চলছে। সন্দেহভাজন ব্যক্তির গোপনীয়তা বজায় রাখতে সবার আহবান জানান ডা. ফ্লোরা।

তিনি বলেন, এখন পর্যন্ত ৫৫ জনের নমুনা পরীক্ষা করে কারোনা উপস্থিতি পাওয়া যায়নি।বিমানবন্দরে ১৮ হাজার ২১৩ জন ও স্থলবন্দরে ৬ হাজার ১৪ জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে।

কারো মধ্যে যদি করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে তাহলে পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী ঘোষণা করা হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply