গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচন ২১ মার্চ

|

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মার্চ এ আসনে ভোটগ্রহণ করা হবে।

জেলা নির্বাচন অফিসার গাইবান্ধা ও রিটার্নিং অফিসার মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি। এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মার্চ।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশনার এ আসনটি শূন্য ঘোষণা করেন।

জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান বলেন, সাদুল্যাপুর উপজেলায় ১১টি, পলাশবাড়ি পৌরসভাসহ পলাশবাড়ি উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply