ব্যাংকিং খাতে ক্ষুদ্র ও কৃষিঋণ আদায়ের পরিমাণ কমেছে

|

ব্যাংকিং খাতে ক্ষুদ্র ও কৃষিঋণ আদায়ের পরিমাণ কমেছে। চলতি অর্থবছরের শুরু থেকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়। আর এর প্রভাব পড়েছে ঋণ আদায়ে। এছাড়া ক্ষুদ্র শিল্পেও মন্দা দেখা দিয়েছে। তবে ঋণ বিতরণের পরিমাণ বেড়েছে।

গেল অর্থবছরের জুলাই থেকে অক্টোবর- এই চার মাসে ঋণ আদায় হয়েছিল ৫ হাজার ১৬৯ কোটি টাকা। আর চলতি অর্থবছরের ওই সময়ে ঋণ আদায় হয়েছে ৫ হাজার ৩৫৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ঋণ আদায়ে উদ্যোগী হওয়ার জন্যে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ঋণ বিতরণ বেড়েছে। এই সময়ে ঋণ বিতরণ বেড়েছে ২৩ দশমিক ৮ শতাংশ। এই দুই খাতের বেশির ভাগ ঋণই যাচ্ছে তৃণমুলে। এতে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply