আকবরদের কাছ থেকেও শেখার আছে: মুমিনুল

|

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ যুব দল। বিশ্বকাপ জেতা যুবাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। বলছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
মুমিনুল বলেন, যুবারা আমাদের বুঝিয়েছে, কীভাবে বড় সাফল্য পেতে হয়। জুনিয়র, সিনিয়র দল নয়, সব জায়গা থেকেই শেখার আছে।

পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্ট সোমবার ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় দল। তাদের এই ইনিংস পরাজয়ের শঙ্কার মধ্যেই রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

বিশ্বজয় করা যুবাদের সাফল্য নিয়ে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, যারা এই দলে খেলেছে, তারা সাফল্য পেতে ভীষণ ক্ষুধার্ত ছিল। দুই বছর ধরে দলের সবাই একসঙ্গে ছিল।

তিনি আরও বলেন, এটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এটির চেয়ে বড় অর্জন এই মুহূর্তে হতে পারে না। ওদের অভিনন্দন জানাতেই হয়। আশা করি এই বিশ্বকাপে খেলা ছয়-সাতজন খেলোয়াড়কে আমরা জাতীয় দলে পাব। যারা ভবিষ্যতে বাংলাদেশ দলকে এগিয়ে নেবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply